ওমান উপসাগরে বুধবার আগুন লেগে ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সর্ববৃহৎ রণতরী। স্থানীয় সময় দিবাগত রাত ২টা ২৫ মিনিটে রণতরীটিতে আগুন লাগে। ফায়ার ব্রিগেড চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার। কিন্তু তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আগুনে পুড়ে ডুবে যায় ৬৭৯ ফুট দৈর্ঘ্যের রণতরীটি। খবর বাংলানিউজের। জানা গেছে, রণতরীটিতে ৪০০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।