পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় নগরীতে দুটি কাঁচা বসতঘর ও একটি চটের বস্তার গুদাম পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বায়েজিদ ও চাক্তাইয়ে এ অগ্নিকাণ্ড দুটি ঘটে। এতে সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর জিল্লুর রহমান দৈনিক আজাদীকে জানায়, গতকাল সকাল ৮টা ৫৫ মিনিটে বায়েজিদ থাসান রাজ্জাক কলোনির মীরবাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আমান উল্লাহ ও আবদুল মান্নানের কাঁচা দুটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে গত সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে নগরীর বাকলিয়া থানার নতুন চাক্তাই ড্রামপট্টি এলাকায় মোহাম্মদ নাছিরে খালি চটের বস্তার গুদামে আগুন লাগে। খবর পেয়ে লামারবাজার ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৫টি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার স্টেশনের অপারেটর জিল্লুর রহমান।