আগুনে পুড়ল খাদ্য গুদাম ও পোশাক কারখানা

আজাদী প্রতিবেদন  | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৫:০৪ পূর্বাহ্ণ

নগরীর সাগরিকা ও কুলগাঁও এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সাগরিকা এলাকায় বিডি সি ফুড লিমিটেড ও সবজিয়ানা লিমিটেড নামে দুটি মৎস্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. আজিজুল ইসলাম বলেন, চারতলা ভবনের ২য় ও ৩য় তলায় আগুন লাগে। কীভাবে আগুন লেগেছেতা এখনো জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছেপ্রতিষ্ঠান দুটি চিংড়িসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ও মৎস্য পণ্য রপ্তানি করে। অগ্নিকাণ্ডের সময় সেখানে কোনো কর্মী ছিলেন না। অপরদিকে কুলগাঁও এলাকায় জেমিনি ফ্যাশন নামে একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল সকাল সোয়া ৭টার দিকে সংঘটিত এ ঘটনায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

জানা গেছে, প্রতিষ্ঠানটি আগে থেকে বন্ধ ছিল। এর ভেতরে কিছু কাঠের দরজা রাখা ছিল। আগুনে সেগুলো পুড়ে যায়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর ত্যাগের দর্শনে বিশ্বে শান্তি ফিরে আসবে
পরবর্তী নিবন্ধসকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে গণতন্ত্র ফিরে আসবে