আগুনে পুড়ে নিঃস্ব ১৮ পরিবার, ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১২:৪৪ অপরাহ্ণ

সকালে যাদের মাথা গুজার ঠাঁই ছিল, দুপুর গড়িয়ে আসতে আসতে মাথা থেকে ছাদ সরে গেল। আগুনের লেলিখান শিখা ১৮টি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। কেউ হারিয়েছে গরু কেনার কয়েক লাখ টাকা। আবার কেউবা হারিয়েছেন ভরি ভরি স্বর্ণ। পরনে একটি কাপড় ছাড়া আর কোন সম্বল নেই অনেক পরিবারের সদস্যদের। উপার্জিত সম্বল হারিয়ে অশ্রুসিক্ত নয়নে আহাজারি করতে থাকেন তারা। বোয়ালখালী কধুরখীল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জানালী মাঝির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে গেছে ১৮ টি বসত ঘর। গতকাল বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগায় স্থানীয়রা সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে নুরুন্নাহার বেগম, আবুল হাশেম, ফরিদুল আলম, আবুল মনছুর, আবুল কাশেম সওদাগর, মো. জসিম, হাজেরা খাতুন,জাহাঙ্গীর আলম, দেলা মিয়া, জামাল উদ্দীন, জাকের হোসেন, মো. ওসমান, সাজ্জাদ হোসেন, মো. ইদ্রিছ, সোলাইমান, মো. ইব্রাহীম, মো. ইকবাল ও মো. ইলিয়াছের ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত পরিবার ও আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়িতে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা ব্যবসার নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ পুড়ে গেছে। এভাবে আমার ঘরসহ ১৮ টি ঘরের কিছুই বের করতে পারেনি পরিবারগুলোর সদস্যরা। নুরুন্নাহার বলেন, আমার স্বামী নেই। মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। ঘরে যুবতী মেয়ে রয়েছে। এখন আমি কোথায় থাকবো, কি করবো ভেবে পাচ্ছি না। ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মো. সাইদুর রহমান বলেন, দুপুর ১ টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব এবং সরকারিভাবে সহযোগিতা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি পরিবারকে আপাতত চারটি করে শীতবস্ত্র ও নগদ কিছু অর্থ প্রদান করেছি। সরকারিভাবে কিছু আসলে তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর খানখানাবাদে অগ্নিকাণ্ড, ১২ পরিবারের মাঝে ঢেউটিন টাকা ও শুকনো খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধচিটাগং স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভা