আগামী ২৫ জানুয়ারি থেকে চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন

চবি প্রতিনিধি | সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) আয়োজনে ‘সহিংসতা রোধে শান্তিপূর্ণ সংহতির মাধ্যমে মানবাধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে ৭ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন। গতকাল রোববার চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব দেবজ্যোতি ধর। তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সিইউমানের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই সম্মেলনে ঢাবি, রাবি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবে।

জাতিসংঘের কূটনৈতিক কর্মকাণ্ড অনুশীলনের মাধ্যমে বিশ্বে চলমান বিভিন্ন সমস্যার সমাধান নিরূপণে কার্যকর ভূমিকা পালন করবে তারা। এছাড়া ভারত, আফগানিস্তান, পূর্ব তিমুর, মালয়েশিয়া থেকেও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবে। এ সময় উপস্থিত ছিলেন ইফতেখায়রুল প্রান্ত, আরশি ইরতিজা, অরিজিত বিশ্বাস এবং সৈয়দা ফাইরুজ হোসেন। আগামী ২৫ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে এবার ১০টি কমিটি থাকছে।

পূর্ববর্তী নিবন্ধজাফর আহমদ চৌধুরীর স্মরণ সভা
পরবর্তী নিবন্ধবলুয়ার দিঘী খানকায় কাল থেকে খাজা গরীবে নেওয়াজের ৬ দিনব্যাপী ওরশ শুরু