২০২৫ সালে ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা মোট ২৭ দিন ছুটি পাচ্ছেন, তবে এর মধ্যে আট দিন পড়েছে সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। গতকাল রোববার এই তালিকা চূড়ান্ত করেছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ছিল ২৪ দিন। খবর বিডিনিউজের।
সরকারি বেশ কিছু ছুটি পড়েছে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার। এসব ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও যোগ হওয়ায় একটি লম্বা সময় অবকাশের সুযোগ পাবেন ব্যাংক কর্মীরা।