আগামী নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে

চকরিয়ায় নির্বাচনী ক্যাম্পেইনে সালাহউদ্দিন

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবে না। এটি বিশ্ব স্বীকৃত ও প্রশংসনীয় একটি নির্বাচন হবে। এটি হবে বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচনে জণগণই তাদের ভোট পাহারা দিবে।

গতকাল শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার(চকরিয়াপেকুয়া) আসনের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতো না। তাই যারা এখনও আওয়ামী লীগ করেন তাদের কাছে জানতে ইচ্ছে করে, তাদের নেত্রীসহ দলবল ভারতে পালিয়ে যাওয়ার পরও কোন কারণে তারা সে দল করবেন? তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা, শহীদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হবে। এদেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মীণি সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকেই। আজ দিনব্যাপী ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন সালাহউদ্দিন অঅহমদ।

উল্লেখ্য, পঞ্চম দিনের মতো গতকাল শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। একটানা এই প্রচারণায় প্রতিটি ইউনিয়নে তাকে একপলক দেখার জন্য উচ্ছ্বসিত জনতার সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভাগুলোতে যোগ দিচ্ছেন এবং তার বক্তব্য শুনছেন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্টসহ আটক ৩০
পরবর্তী নিবন্ধবাংলাদেশের সঙ্গে সবসময় স্থিতিশীল সম্পর্ক চাই : প্রণয় ভার্মা