আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ রক্ষার : নুরুল আলম

চট্টগ্রামে সেক্টর কমান্ডারস্‌ ফোরামের সভা

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

সেক্টর কমান্ডারস্‌ ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি, এ্যাডিশনাল আইজিপি (অব.) মো. নুরুল আলম বলেছেন, ১৯৭১ এ একটি সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিজয়ের ৫ দশক পরেও বাঙ্গালির স্বাধীনতা ও জাতি সত্তার বিরুদ্ধে আজও দেশিবিদেশী ষড়যন্ত্র অব্যাহত আছে। মাতৃভূমির অস্তিত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুপ্তপূর্ণ। এই নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা নস্যাত করে দিতে নতুন প্রজন্মসহ দেশপ্রেমিক জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার চলমান প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে। তিনি গতকাল শনিবার জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস্‌ ফোরামমুক্তিযুদ্ধ ’৭১ এর সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংগঠনের মহানগর সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক বক্তব্য উপস্থাপন করেন বেদারুল আলম চৌধুরী বেদার।বক্তব্য রাখেন নুরুল আলম মন্টু, মো. সেলিম চৌধুরী, ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বাদশা মিয়া, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশি, হাজী সেলিম রহমান, জয়ন্তী লালা, রফিকুল ইসলাম, লেয়াকত হোসেন, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ, মঈনুল আলম খান, নাজিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের অভ্যন্তরীণ শরি’আহ নিরীক্ষা ও পরিপালন শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে চায় আর বিএনপি পিছনের দিকে টেনে ধরছে