মহেশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে আগাছা নাশক বিষ ছিটিয়ে তিন লাখ টাকা মূল্যের পান বরজ নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৯ নভেম্বর উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ইউনুসখালী গ্রামে। পান বরজের বিরোধী জায়গা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ মাসুদ নামে এক পানচাষীর বরজে আগাছা নাশক বিষ স্প্রে করে ব্যাপক ক্ষতি করেছে দুষ্কৃতকারীরা। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগী পানচাষী মো. মাসুদ। তিনি স্থানীয় নুরুল আলম বহদ্দারের কাছ থেকে জমি বর্গা নিয়ে ও কিস্তির ভিত্তিতে সমিতি থেকে টাকা নিয়ে পান বরজ করেন বলে জানান। কিন্তু গত শনিবার গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁর ২০ভার পান বরজে আগাছা নাশক বিষ স্প্রে করে পানের চারা ও পাতা সম্পূর্ণ নষ্ট করে ফেলে। এতে তাঁর কয়েক মাসের পরিশ্রম এবং প্রায় তিন লক্ষ টাকা বিনিয়োগের ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। মাসুদ আরও জানান, সমপ্রতি পান বরজের ওই জমি নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে জমিদার পক্ষের বিরোধ চলছিল। তবে চাষী হিসেবে তার কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকলেও বরজে এ ধরনের নাশকতা অত্যন্ত অমানবিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গ্রামবাসী বলেন, পানচাষ মহেশখালীর অনেক পরিবারের প্রধান আয়ের উৎস। এমন নাশকতা শুধু একজন চাষীর ক্ষতি নয়, পুরো এলাকার কৃষি অর্থনীতির জন্য হুমকি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি স্থানীয়ভাবে খতিয়ে দেখা হবে।







