আগস্টে দায়িত্ব হস্তান্তর করবেন শাহবাজ শরীফ

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচন অবশেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ এমন ইঙ্গিতই বহন করে। আগামী আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার ঘোষণার মধ্যদিয়ে দেশটির সাধারণ নির্বাচনের পথ একধাপ এগিয়ে গেল। খবর বাংলানিউজের।

গত বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতির উদ্দেশে টেলিভিশনে এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমরা ২০২৩ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করব। বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। কবে নাগাদ জাতীয় পরিষদ ভেঙে দেবে সরকার তা এখনও ঘোষণা করেনি। শাহবাজ শরীফের সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগস্টের মাঝামাঝি।

দেশটির তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের তত্ত্বাবধান করে। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ৬০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন আগে যদি আইনসভা ভেঙে দেওয়া হয়, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী নিবন্ধউত্তেজনা কমিয়ে ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়তে আগ্রহী চীন
পরবর্তী নিবন্ধপিটিআই নিষিদ্ধ হলে যা করবেন ইমরান খান