আখতারুজ্জামান বাবুর কবরে শ্রদ্ধাঞ্জলি

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ১০:০২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর নেতৃত্বে দোয়া মাহফিল ও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রূপা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আখতারুজ্জামান বাবু ফাউন্ডেশনের সভাপতি আমজাদুল হক চৌধুরী দুলাল, মহানগর ছাত্রলীগ সদস্য বোরহান উদ্দীন গিফারী প্রমুখ।
দক্ষিণ জেলা কৃষক লীগ
চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন সাংসদ আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল গত ৪ নভেম্বর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণজেলা কৃষকলীগের সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সৈয়দ নুরুল আবছার, যুগ্ম সম্পাদক নবাব আলী, মো. দিদারুল ইসলাম টিপু, জেলা কৃষকলীগ নেতা মো. ইব্রাহীম চৌধুরী, তাহেজুল ইসলাম, সৈয়দ শাহাবুদ্দীন আজিজ, নোয়াব আলী, এম.এ. শাকুর, ফরিদুল আলম, ফোরকান, সুমন বড়ুয়া, মো. দিদার, আবদুর রহমান, আবুল কালাম ডালু, নুর হোসেন, আজাদ হোসেন, মিজানুর রহমান, মো. আলী প্রমুখ। দোয়া ও মুনাজাত করেন মাওলানা মো. শাহাবুদ্দীন আজিজ। এছাড়া দুপুরে আখতারুজ্জান চৌধুরীর বাবুর আনোয়ারাস্থ কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় ডীনস অ্যাওয়ার্ড পাচ্ছেন চুয়েটের তিন শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ৯ মাসে ১৫০ হেক্টর সংরক্ষিত বনভূমি উদ্ধার