এমন কেন হয় রে
আগলে রাখা সুতোয়
পুড়ে মোমের বাতি
আলো ছড়ায় হায় রে।
মনটা কেন বন্য রে
সত্য যখন মিথ্যা ঢাকে
তুচ্ছ ভাবে অন্য রে।
মনটা কেন অন্ধ
নিজকে চিনো
নিজকে জানো
চোখ টা করে বন্ধ।
এসব কথা জানি
কিন্তু কজন মানি।
এমন যদি হয় তো
সুতাবিহীন ঘুড়ি হয়ে
আকাশ ছোঁয়া যায় তো।












