আকাশ তোমায় বকলোটা কে ? কে রাঙালো চোখ
বলতে কেনো করছো দ্বিধা গিলছো এমন ঢোক।
আমায় তুমি বলো আকাশ মুখ কেনো আজ কালো
দেখেই আমি বুঝছি তোমার মনটুকু নেই ভালো।
মা বকেছে ? না বাবাটা ? না বকেছে আপু
না জানালে কেমন করে জানবো আমি বাপু
আরে এ কী কাঁদছো কেনো চোখে জলের ফোঁটা
ভাত বেশি খাও তাই বলে কি সবাই দিছে খোঁটা ?
আচ্ছা তুমি এমন কেনো বয়স কি আর কম
দু‘চোখ বেয়ে নামছে দেখি বৃষ্টি কী ঝম ঝম
এমন করে কাঁদলে তোমায় বলবে লোকে কী যে
দেখছো তোমার কান্না জলে সব গিয়েছে ভিজে।
আকাশ তুমি আর কেঁদো আর ফেলো না জল
দাও সরিয়ে মুখটা থেকে মেঘের সে আদল
ঠোঁটের ফাঁকে দাও ছড়িয়ে সূর্যি ওঠার হাসি
বৃষ্টিবিহীন আকাশ আমি তোমায় ভালোবাসি ।