আকাশপথের নিয়মিত যাত্রী কারা

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

বেশিরভাগ দেশেই আকাশপথে ভ্রমণে মুষ্টিমেয় নিয়মিত যাত্রী সিংহভাগ উড়ানের পরিসংখ্যান দখল করে রেখেছেন, যাদের বেশিরভাগই বিত্তশালী-এমনটাই উঠে এসেছে এক গবেষণায়। পরিবেশবাদী সংগঠন পসিবল-এর ওই গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মাত্র ১২ শতাংশ মানুষ মোট ফ্লাইটের দুই তৃতীয়াংশ ব্যবহার করেন। অন্যান্য ধনী দেশের চিত্রও কমবেশি এক। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্র সরকারের জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা কমিটি আকাশপথের এই নিয়মিত যাত্রীদের ওপর বাড়তি কর আরোপের প্রস্তাব করেছে। গবেষণায় দেখা গেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের ৭০ শতাংশ ফ্লাইটে ভ্রমণ করেন মাত্র ১৫ শতাংশ যাত্রী, যাদের বেশিরভাগই ধনী। দেশটির ৫৭ শতাংশ জনগোষ্ঠী উড়োজাহাজে বিদেশ ভ্রমণই করেন না। এই নিয়মিত ভ্রমণকারীদের ওপর একটি ‘ফ্রিকোয়েন্ট ফ্লায়ার লেভি’- বসানোর দাবি প্রতি বছরই জোড়ালো হচ্ছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও এ ধরনের করের দাবিতে সমর্থন দিচ্ছে। তারা ‘এয়ার মাইল’ সুবিধা নিষিদ্ধেরও দাবি জানিয়েছে, কারণ তাদের মতে, এটা নিয়মিত উড়োজাহাজ ভ্রমণকে উৎসাহিত করে। পসিবল-এর গবেষণায় দেখা গেছে, কানাডার ২২ শতাংশ জনগোষ্ঠী দেশের ৭৩ শতাংশ ফ্লাইট ব্যবহার করে। নেদারল্যান্ডসে মাত্র ৮ শতাংশ নাগরিক ব্যবহার করে ৪২ শতাংশ ফ্লাইট। চীনে মুষ্টিমেয় ৫ শতাংশ পরিবার ৪০ শতাংশ ফ্লাইটে চলাচল করে। তাছাড়া ভারত ও ইন্দোনেশিয়ায় যথাক্রমে ১ ও ৩ শতাংশ জনগোষ্ঠী সেদেশের মোট ফ্লাইটের ৪৫ ও ৫৬ শতাংশ ফ্লাইট ব্যবহার করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউসে ফের আরেকজনকে কামড়াল বাইডেনের কুকুর
পরবর্তী নিবন্ধনিহতদের স্মরণ বিক্ষোভকারীদের কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র