আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস

| শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

দক্ষিণী সিনেমার অভিনেতা বাহুবলী খ্যাত প্রবাস তার আগামী তিনটি ছবি থেকে মোট প্রায় ৩০০ কোটি টাকা আয় করতে চলেছেন বলে জানা গেছে। পারিশ্রমিকের দিক থেকে দক্ষিণী কোন অভিনেতা প্রভাসের ধারের কাছে নেই তো বটেই, এমনকি অনেক বড় বড় বলিউড অভিনেতাদেরও তিনি পেছনে ফেলে দিয়েছেন। প্রতিটি সিনেমার জন্য প্রভাস প্রায় ৭৫ থেকে ৮০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকেন। এছাড়াও অনেক ফিল্মে লাভের দশ শতাংশও তিনি পারিশ্রমিক হিসেবে পান। সব মিলিয়ে প্রতি ফিল্ম হিসেবে তার গড় আয় ৭৫ কোটি টাকা। সিনেমার ব্যবসার সঙ্গে যুক্ত অনেকের মতে প্রভাস তার আগামী তিনটি ছবি থেকে মোট ৩০০ কোটি টাকা আয় করতে চলেছেন।

পূর্ববর্তী নিবন্ধআসছে মিউজিক ভিডিও ‘ভালো থেকো প্রিয়’
পরবর্তী নিবন্ধঅসংখ্য বিয়ের প্রস্তাব পাচ্ছেন ফারিয়া !