আকাশ

ফেরদৌস জামান খোকন | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

আকাশ জুড়ে মেঘ জমেছে

নামবে বুঝি এখন ঢল,

বন্ধুরা সব কই রে তোরা

বৃষ্টিতে সব ভিজবি চল।

 

মেঘের ভেলা আকাশ পানে

ভেসে চলে বহু দূর,

অবাক হয়ে চেয়ে বলি

মেঘের বাড়ি কোন সে পুর?

 

চাঁদের আলোয় আকাশ পানে

যখন আমি চেয়ে রই,

মিটমিটিয়ে তারা জ্বলে

গুনতে গিয়ে ক্লান্ত হই।

 

দুপুরবেলা কালো মেঘে

আকাশ যখন ছেয়ে যায়,

মনের ভিতর শঙ্কা জাগে

ঝড়ে দুমড়ে যাবে হায়।

পূর্ববর্তী নিবন্ধবাঁধনের জন্মদিন
পরবর্তী নিবন্ধগাঁয়ের কৃষক