আকস্মিক সফরে মারিওপোলে পুতিন, অধিকৃত দনবাসে প্রথমবার

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আচমকা এক সফরে মারিওপোলে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। গত বছর প্রতিবেশী দেশে ক্রেমলিনের ভাষায় বিশেষ সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর দখলে থাকা দনবাসে এটাই তার প্রথম সফর। ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া নিয়ে নেওয়ার বর্ষপূর্তিতে অঘোষিত এক সফরে শনিবার উপদ্বীপটিতে যান পুতিন, এরপরই তিনি মারিওপোল যান। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই দিনের মাথায় তিনি অধিকৃত এলাকাগুলোতে সফর করলেন। খবর বিডিনিউজের।

দীর্ঘ, রক্তক্ষয়ী যুদ্ধের পর গত বছরের মে মাসে আজোভ সাগরের তীরে অবস্থিত মারিওপোল রাশিয়ার দখলে আসে। কিয়েভ ও এর আশপাশের অঞ্চল থেকে পিছু হটার পর সেটাই ছিল রুশ বাহিনীর প্রথম বড় কোনো সাফল্য। ক্রেমলিনকে উদ্ধৃত করে রোববার রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়, পুতিন হেলিকপ্টারে উড়ে মারিওপোলে যান। তিনি নিজেই গাড়ি চালিয়ে শহরটির বেশ কয়েকটি জেলা ঘুরে দেখেন। বিভিন্ন স্থানে থামেন ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডন্ট আর কখনোই যুদ্ধক্ষেত্রের এতটা কাছে যাননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে অবশ্য একাধিকবার কিয়েভের সৈন্যদের মনোবল বাড়াতে যুদ্ধ চলছে এমন এলাকাগুলো সফর করতে দেখা গেছে। অন্যদিকে পুতিন বেশিরভাগ সময় নিজেকে ক্রেমলিনের ভেতরেই আবদ্ধ রেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাচীনতম মেঘমালা নিয়ে গবেষণা শেষে ‘ঘুমাল’ নাসার নভোযান
পরবর্তী নিবন্ধবেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমা