নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি বাসা থেকে ১২টি রামদা ও হাঁশুয়া উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে আলম মঞ্জিলের নিচতলার একটি কক্ষ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, যে কক্ষ থেকে রাম দা ও হাঁশুয়া উদ্ধার করা হয় ওই কক্ষে চার সদস্যের একটি পরিবার ২–৩ বছর ধরে বসবাস করে আসছে।
ভবন মালিক মো. শাহাদাত সাংবাদিকদের বলেন, আমার ভবনের নিচতলার এক ভাড়াটিয়ার বাসা থেকে রামদা উদ্ধার করা হয়েছে। এগুলো কীভাবে এসেছে তা ওই ভাড়াটিয়া বলতে পারবেন। অভিযানের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান।