আকমল আলী রোডে এলাকাবাসীর অভিযোগে ওয়াসার অভিযান

এলাকায় পানি সংকটের দ্রুত সমাধানের আশ্বাস

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন যাবত পানি সংকটের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গতকাল চট্টগ্রাম ওয়াসার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লার নির্দেশে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে এলাকাবাসী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ পানি না পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং এলাকার সমন্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানান। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে আগ্রাবাদ মড১ এর অফিসে এলাকার প্রতিনিধিদের সাথে বৈঠকে পানি সংকটের বিষয়টি অতি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবিতে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত
পরবর্তী নিবন্ধথানচিতে খাদ্য সংকটে থাকা জুমিয়াদের মাঝে ত্রাণ বিতরণ