আকবারশাহতে কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারী গ্রেফতার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৭:২৯ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারী আব্দুল আজিজ প্রকাশ সাকিব প্রকাশ আরিয়ানকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) আকবরশাহ্ থানাধীন সি ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তায় রকির গ্যাস গোডাউনের সামনে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাংলানিউজ
গ্রেফতার আব্দুল আজিজ প্রকাশ সাকিব প্রকাশ আরিয়ান ফেনী জেলার দাগনভুঁইয়া থানাধীন মাছিমপুর এলাকার মো. শহিদ উল্লাহর ছেলে। সে বসবাস করে নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকায়।
তার বিরুদ্ধে আকবরশাহ থানায় দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, “সি ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তায় রকির গ্যাস গোডাউনের সামনে অভিযান চালিয়ে আব্দুল আজিজ প্রকাশ সাকিব প্রকাশ আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।”
ওসি জানান, আব্দুল আজিজ প্রকাশ সাকিব প্রকাশ আরিয়ান কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারী। সে আকবরশাহ এলাকায় শাকিল হাসান সাগর প্রকাশ লাল সাগরের নেতৃত্বে ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর সংকেত
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে কয়েকশ পর্যটক আটকা