নগরীর আকবর শাহ থানাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী ফেনীর সুধারাম থানার মৃত ইসমাইলের স্ত্রী মোবাশ্বেরা বেগম রানী (৫০)। গতকাল দুপুরে সিডিএ ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপ–পরিদর্শক (এসআই) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন আসতে দেখেও তিনি সরে যাননি। একপর্যায়ে ট্রেনে কাটা পড়েন এবং মারা যান।