আকবর শাহ এলাকায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী ফেনীর সুধারাম থানার মৃত ইসমাইলের স্ত্রী মোবাশ্বেরা বেগম রানী (৫০)। গতকাল দুপুরে সিডিএ ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন আসতে দেখেও তিনি সরে যাননি। একপর্যায়ে ট্রেনে কাটা পড়েন এবং মারা যান।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫০.৮৩ কোটি টাকা