নগরীর আকবরশাহ’র উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সাতটি বসতঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এতে সরকারের ১ একর জায়গা উদ্ধার হয়েছে। উচ্ছেদকৃত বসতঘরগুলোর মধ্যে সম্প্রতি গড়ে তোলা স্থাপনাও রয়েছে। গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের এসিল্যান্ড মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব বসতঘর উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান আজাদীকে বলেন, উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ এলাকায় অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে–এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আমরা এর সত্যতা পেয়েছি এবং অবৈধভাবে গড়ে ওঠা সাতটি বসতঘর উচ্ছেদ করেছি। এছাড়া বসতঘরগুলোর সাথে সংশ্লিষ্ট ওয়াশরুমসহ অন্যান্য কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, অভিযানে আমরা কাউকে পাইনি। একটা সাইনবোর্ড দেখেছি, যেখানে কিছু নাম রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে বলেছি।