আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন জানা যাবে আজ

মনোনয়ন পেতে চান ২৯ জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নির্ধারণ হবে আজ। এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ২৯ জন নেতা দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মনোনয়ন বোর্ডের সভায় ২৯ জন মনোনয়ন প্রত্যাশী থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। আজকের সভায় যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে তিনি আগামীকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ৪ জুলাই।

সূত্রে জানা গেছে, চট্টগ্রাম১০ আসনের জন্য যারা আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের মধ্যে মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জননেতা এম এ আজিজের সন্তান ও মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার এবং প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের বড় ছেলে মো. ফয়সাল আমীন। এই দুজনের মধ্যে একজনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সূত্র।

এই আসনের জন্য মনোনয়ন নিয়েছেন ১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজন, মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন খোকা, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, জহুর আহমদ চৌধুরীর সন্তান মহানগরীর বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হেলাল উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য মো. ইসহাক মিয়ার ছেলে আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম বেলায়েত হোসেন, মো. শফর আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ভাই মো. এরশাদুল আমীন, স্ত্রী সাবেক সংসদ সদস্য কামরুন নেছা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য মো. রাশেদুল হাসান, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো. জাবেদ নজরুল ইসলাম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, ডা. আফছারুল আমীনের ভাই দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আরিফুল আমীন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোহাম্মদ শফিউল আজম, এনায়েত বাজার আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেহানা বেগম রেনু এবং লালখান বাজার ওর্য়াড আওয়ামী লীগের সদস্য আবুল ফজল কবির আহমেদ।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন তিনি মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই। আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএমে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহে আমদানি হয়েছে ৯৩ টন কাঁচা মরিচ
পরবর্তী নিবন্ধঝরনায় ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না বন্ধুকে