‘আওলিয়াদের সংস্পর্শে থাকলে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব’

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

হযরত মাওলানা শাহ্‌সূফী খাজা মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরীর (রহ.) দ্বিতীয় সাহেবজাদা হযরত মাওলানা শাহ্‌সূফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন এনায়েতপুরী শম্ভূগঞ্জীর (রহ.) ২৯তম বার্ষিক ফাতেহা ময়মনসিংহের লালকুঠি পাক দরবার শরীফে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদারত করেন বর্তমান সাজ্জাদানশীন শিক্ষাবিদ হযরত মাওলানা খাজা সুজাউদ্দোলা (মা.জি..)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পীরজাদা শাহসুফি মাওলানা খাজা মুহাম্মদ আলাউল হক অলি নঙবন্দী মোজাদ্দেদী (মা.জি..)। আলোচনায় তিনি বলেন, নবী করিম হজরত মুহাম্মদ মুস্তফা (.)’র জীবনাদর্শ অনুযায়ী জীবন যাপন করলে আমরা উভয় জগতে সফলকাম হতে পারবো। অন্যথায় আমরা আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হব। আমাদের উচিত অলি আল্লাহদের সোহবতে থেকে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। ফাতেহয়া কর্মসূচিতে ছিল কুরআন খতম, হামদনাত, জিকিরআজকার, মিলাদক্বিয়াম, মুনাজতসহ নানান কর্মসূচি। পরিশেষে মুনাজাতে দেশ ও জাতি কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেবানন থেকে প্রথম দফায় ফিরছেন ৫৪ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধজ্যৈষ্ঠপুরায় সংঘপাল স্মৃতি পাঠাগারের ফানুস উৎসব