নগরীর আলোচিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী সরকারের পতনের পর বন্দর থানাধীন হালিশহর পুলিশ ফাঁড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল সকালে বন্দর থানাধীন ২ নম্বর সাইট মালুম বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নানাভাবে আলোচিত হাজী ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নগর কমিটির সভাপতি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, পুলিশ ফাঁড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজী ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। তিনি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হাজী ইকবাল।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মার্চ হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ে মহিউদ্দিন নামের একজনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবরকে আসামি করা হয়। এছাড়া নগরীর পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম আদালতের এক বিচারকের ওপর হামলা মামলার অন্যতম আসামি হাজী ইকবালপুত্র আলী আকবর। মামলার বিচার প্রক্রিয়া শেষে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত আলী আকবরকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেন।