আওয়ামী লীগ নেতা লেদু গ্রেপ্তার

ফার্নিচার কর্মী ফারুক হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুরে গুলিতে ফার্নিচার দোকানকর্মী মো. ফারুক নিহতের মামলার আসামি ও বায়েজিদ থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল নবী লেদুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অক্সিজেন মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার এড়াতে লেদু নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গত ১৬ জুলাই নগরীর মুরাদপুরে ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এলোপাথাড়ি বোমা বিস্ফোরণসহ দাকিরিচ, লোহার রড, চাপাতি দিয়ে আঘাত, শর্টগান এবং পিস্তল দিয়ে গুলি চালায়। এতে বহু ছাত্রজনতা আহত হয়। এ সময় ফার্নিচার দোকানকর্মী মো. ফারুক তার কর্মস্থল থেকে বহদ্দারহাটে ভাত খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ফারুকের বাবা নগরীর পাঁচলাইশ থানায় ২৬৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলার অন্যান্যদের মধ্যে আব্দুল নবী লেদুও আছেন। গ্রেপ্তার পরবর্তী লেদুকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা শরীফ উল আলম।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌর আ. লীগ নেতা শওকত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বোর্ডিং ব্রিজ স্থানচ্যুত, খুলে পড়ল উড়োজাহাজের দরজা