শুধু ছাত্রলীগ নয়, শেখ হাসিনার আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। গত ১৪ জানুয়ারি রাতে নাঙ্গলমোড়া নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। নাঙ্গলমোড়া শামসুল উলুম সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে বিএনপি নেতা গাজী মোরশেদুল আলম সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন, হাটহাজারী বিএনপি নেতা মো. শাহাবউদ্দিন, শফিউল আলম বাবু, আকতার হোসেন ভুটো মেম্বার, শফিউল আলম বাবুল, গাজী সাহেদুল আলম, নঈম উদ্দিন, ডা. আজম খান, মামুনুর রশিদ মেম্বার, গিয়াস উদ্দিন মাহামুদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন– বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করাই ছিল শেখ হাসিনার রাজনীতি। মানুষকে আন্তর্জাতিক অঙ্গনে অধিকারহারা করেছে। প্রেস বিজ্ঞপ্তি।