বায়তুশ শরফের পীর আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, তরিকতের কাজ খুবই সূক্ষ্ম। তরিকত হচ্ছে আল্লাহ ও তার রাসূল (সাঃ) কে পাওয়ার সহজ ও সঠিক পথ। যুগ যুগ ধরে হক্কানি পীর মাশায়েখ ও আউলিয়ে কেরাম পথহারা ও দিশেহারা মানুষকে আলোর পথের সন্ধান দিয়েছেন। সমাজে সৎ চরিত্রবান লোকের অভাবে আজ সর্বক্ষেত্রে অশান্তি ও বিশৃঙ্খলা বিরাজ করছে। নীতি নৈতিকতা সম্পন্ন সৎ চরিত্রবান নাগরিক সৃষ্টির একমাত্র পথ হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন এবং হক্কানী পীর আউলিয়াদের সাহচর্য ও সঙ্গ লাভ। তিনি গতকাল শুক্রবার রাউজান পৌরসভার শরীফ পাড়াবাসী ও রাউজান বায়তুশ শরফ কমপ্লেঙের যৌথ উদ্যোগে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে এসব কথা বলেন। রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুলের সভপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন মজলিসুল উলামার মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী। উপস্থিত ছিলেন, প্রফেসর শফিউর রহমান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জানে আলম জনি, এস এম সাজ্জাদ হোসেন, হাফেজ মুহিব্বুর রহমান, হাফেজ মাওলানা আবুল কালাম, আব্দুল কাইয়ুম, হাফেজ মফিজুর রহমান, মোহাম্মদ হারচন, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ রাইসুল ইসলাম, মোহাম্মদ বাবর, মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু সালেহ। প্রেস বিজ্ঞপ্তি।