খাজা মুনসুর আলী শাহ (রহ.) একজন পীরে কামেল ও আধ্যাত্মিক পুরুষ ছিলেন। সম্প্রতি সাবেক মেয়র এম মনজুর আলম এই পীরের মাজারটিতে সৌন্দর্যবর্ধন সহ একটি পরিকপ্লিত ও দৃষ্টিনন্দন মাজার কমপ্লেঙ নির্মাণ করেন। গতকাল শনিবার তিনি মাজার জেয়ারত করেন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও ফাতেহা পাঠ করেন। পরে তিনি মাজারের সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন মাজার মসজিদের খতিব মুহাম্মদ শাহ জালাল আল-কাদেরী, হাফেজ মুহাম্মদ সারোয়ার, মুহাম্মদ আবুল কাশেম, হাফেজ মুহাম্মদ ইউনুস, মাওলানা মেরাজ উদ্দিন, মাওলানা মাহবুব, মোহাম্মদ আবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।