নগরীর বন্দর থানাধীন আউটার রিং রোড এলাকায় পাথরবাহী ডাম্পারের ধাক্কায় মো. হানিফ নামে ১২ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকার মো. সাগরের ছেলে। সে স্থানীয় লোটাস আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো বলে জানিয়েছে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সাগরপাড়ে বেড়াতে গিয়েছিল হানিফ। আউটার রিং রোড এলাকায় পাথরবাহী ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয় সে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।