বিয়ের দেড় বছর পার হয়েছে, ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর মনে হল স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনাকে পাওয়ার জন্য অতীতের সেই আকুলতা কেমন যেন মিইয়ে গেছে, তার স্ত্রীও সাংসারিক বিষয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। খবর বিডিনিউজের। ওই সময়ে দাঁড়িয়ে জীবনের জন্য একটা গান বড্ড প্রয়োজন বলে অনুভব করলেন বাচ্চু। স্ত্রীও আবদার করে বসেন তার জন্য একটি গান লিখতে। স্ত্রীর সেই আবদারে ১৯৯৩ সালে ঢাকার পশ্চিম মালিবাগের বাসায় বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান ও গিটারের সুরে বাচ্চু তৈরি করলেন ‘সেই তুমি’ অর্থাৎ ‘চলো বদলে’ যাই গানটি। দেশ–কাল ছাপিয়ে প্রেম–বিরহের তীক্ষ্ন অনুভূতির যে গানটি হয়ে উঠল কালজয়ী। ৩২ বছর পরেও যে গানটি এখনো জনপ্রিয় এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরের তরুণদের কাছে আইয়ুব বাচ্চু এবং ‘সেই তুমি’ সমান্তরাল বিষয়। একটি টেলিভিশন চ্যানেলের ‘আমার আমি’ শিরোনামের অনুষ্ঠানে হাজির হয়ে আইয়ুব বাচ্চুর কথনে উঠে আসে এই গান সৃষ্টির প্রেক্ষাপট। গত শনিবার বাচ্চুর ৬৩তম জন্মবার্ষিকীতে সেই ঘটনাটি তুলে ধরছে গ্লিটজ। ‘সেই তুমি’ গানটির জনপ্রিয়তা বাচ্চু তার জীবদ্দশায় উপভোগ করে গেছেন। দেশে বা বিদেশের মাটিতে এমন কোনো কনসার্ট ছিল না যেখানে তাকে এই গানটি গাইতে হয়নি।