আইসিসি মাস সেরা ক্রিকেটারের লড়াইয়ে নামিবিয়ার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

আইসিসি এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন ঘোষণা করেছে। যেখানে তিনজনের ছোট্ট তালিকায় পাকিস্তানের বিশ্বসেরা বোলার শাহিনশাহ আফ্রিদির সাথে জায়গা করে নিয়েছে নামিবিয়ার ক্রিকেটার। এপ্রিল মাসের সেরার লড়াইয়ে পাকিস্তানের এই পেসারের সঙ্গী নামিবিয়ার গেরহার্ড এরাসমাস ও সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মাদ ওয়াসিম। গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম গতকাল সোমবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ ড্র হওয়া টিটোয়েন্টি সিরিজে উজ্জ্বল ছিলেন আফ্রিদি। পাঁচ ম্যাচের চারটিতে খেলে ১০ গড়ে তিনি নেন মোট ৮ উইকেট। জিতেন সিরিজ সেরার পুরস্কার। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে তিনি হন ম্যাচের সেরা। শেষ ম্যাচে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ফের পুরস্কারটি পান বাঁহাতি এই পেসার। এদিকে গত মাসে ওমানের বিপক্ষে ৩২ ব্যবধানে টিটোয়েন্টি সিরিজ জয়ে নামিবিয়াকে সামনে থেকে নেতৃত্ব দেন এরাসমাস। নামিবিয়া অধিনায়ক ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সে জিতেন সিরিজ সেরার পুরস্কার। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। দল হেরে গেলেও সেদিন ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই। এছাড়া ওমানে এসিসি প্রিমিয়ার কাপে ব্যাট হাতে আলো ছড়ান ওয়াসিম। গত মাসে ৬ টিটোয়েন্টি ইনিংসে ৪৪.৮৩ গড়ে এই ওপেনার করেন ২৬৯ রান। বাহরাইনের বিপক্ষে ৪০ বলে ৬৫ রানের ইনিংস খেলার পর ওমানের বিপক্ষে ২৫ বলে ৪৫ ও কম্বোডিয়ার বিপক্ষে ১৮ বলে ৪৮ রান করেন তিনি। পরে ওমানের বিপক্ষে আরেক ম্যাচে করেন সেঞ্চুরি। ৫৬ বলে খেলেন ১০০ রানের ইনিংস। আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা হওয়ার হাতছানি ৩০ বছর বয়সী ওয়াসিমের সামনে।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগের খেলা হয়নি
পরবর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল শ্রীলংকা