ওয়ানডে চ্যাম্পিয়নশিপের এবারের চক্র (২০২১–২০২৪) জয় দিয়ে শেষ করল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি জিতে সিরিজের পাশাপাশি ফের আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপও নিশ্চিত করল তারা। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আজ ৭৫ রানে জিতেছে অজি মেয়েরা। ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে পাওয়া এই জয়ের পর এবারের চক্রে ২৪ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট (১৭ জয়, ৩ হার ও ৩ ম্যাচে কোনো ফলাফল হয়নি) হলো তাদের। আর তাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপ জিতলো তারা। এর আগে ২০১৪–১৬ ও ২০১৭–২০২০ চক্রের শিরোপাও হাতে তুলেছিল দলটি। অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট পাওয়া অন্য কোনো দলের পক্ষে অসম্ভব। দুইয়ে থাকা ভারতের হাতে এখনও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি ম্যাচ আছে। কিন্তু সবগুলো ম্যাচ জিতলেও তাদের ৩৭ পয়েন্টের বেশি হবে না। এদিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে পড়লো নিউজিল্যান্ড। ২৪ ম্যাচ শেষে ছয়ে থাকা দলটির পয়েন্ট ২১। তাদের পেছনে ফেলার সুযোগ আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। এর মধ্যে তিন হাতে রেখে বাংলাদেশের পয়েন্ট ১৯ এবং ৫ ম্যাচ হাতে রেখে ক্যারিবীয়দের পয়েন্ট ১৪। গতকাল সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ২৯০ রান করে অস্ট্রেলিয়া। ৮৮ রানের উদ্বোধনী জুটি গড়ে তাদের শক্ত ভিত এনে দেন অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ৪৩ বলে ৪২ রান করেন অ্যানাবেল সাদারল্যান্ড এবং ৬২ বলে ৭৪ রানের ইনিংস খেলেন অ্যাশ গার্ডনার। জবাবে কিউইদের ২১৫ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। অথচ ২০তম ওভার পর্যন্ত ১ উইকেটে ১০৬ রান ছিল কিউইদের। কিন্তু সাদারল্যান্ড (৩/৩৯) ও অ্যালাদা কিং (৩/৩৪) মিলে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।