আইসিসি অভিযুক্ত করেছে নাসিরকে

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম ভাঙায় অভিযুক্ত হয়েছেন নাসির হোসেন। ২০২১ আবুধাবি টিটেনে ম্যাচে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ আনা হয়েছে আট ব্যক্তির বিরুদ্ধে। এর মধ্যে অন্যতম বাংলাদেশি এই অলরাউন্ডার। আইসিসির পাঠানো বিবৃতিতে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নাসিরের বিরুদ্ধে তিনটি দুর্নীতি বিরোধী ধারা ভাঙার অভিযোগ আনা হয়েছে। ৭৫০ ডলারের বেশি দামের একটি উপহারের রশিদ দেখাতে পারেননি নাসির। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী একটি আমন্ত্রণের পূর্ণাঙ্গ তথ্য দিতেও ব্যর্থ হয়েছেন নাসির। এ বিষয়ে আইসিসির করা তদন্তে সহায়তা না করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবুধাবি টিটেন লিগে ২০২১ সালে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন নাসির। দিয়েছিলেন দলটির নেতৃত্বও। যদিও নাসিরের দল গ্রুপ পর্বে ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে সবার শেষে ছিল। ভালো করতে পারেননি নাসির নিজেও।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমস ফুটবলে হার দিয়ে শুরু বাংলাদেশের
পরবর্তী নিবন্ধজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন