আন্তর্জাতিক ক্রিকেটে মনে রাখার মতো এক বছর কাটিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেটা তিন ফরম্যাটেই। আর তাই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৪৪ ম্যাচে ৫৪.১২ গড়ে ২ হাজার ৫৯৮ রান করেছেন তিনি।
যাতে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি। পরিসংখ্যানই বলে দিচ্ছে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন বাবর আজম। তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ব্যাটার হিসেবে এক বর্ষপঞ্জিতে ২ হাজারেরও বেশি রান করেছেন তিনি। আর তাই পেলেন আইসিসির বর্ষ সেরা পুরুষ ক্রিকেটারের পুরষ্কার। ওয়ানডেতে বর্ষসেরা হওয়ার খবরটা আগেই পেয়েছেন বাবর আজম।
টেস্ট ও টি–টোয়েন্টিতে না হলেও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটা ঠিকই নিজের করে নিয়েছেন এই ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে গত বছর ৯ ম্যাচে ৬৭৯ রান করেন বাবর। ওয়ানডের মতো টেস্টেও ৯ ম্যাচ খেলেছেন তিনি। সেখানেও দাপট দেখিয়েছে তার ব্যাট। ৪ টি সেঞ্চুরি ও ৭ টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ১৮৪ রান নিয়ে বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।