আইসিসির নির্দেশনা অনুযায়ী পরিবর্তন হবে বিসিবিতে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৭:১৫ পূর্বাহ্ণ

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি পরিবর্তন আসবে তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। বিসিবি কি ভাঙবে নাকি থাকবে তা ছিল আলোচনার কেন্দ্রে। তবে প্রথম কর্মদিবসে অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়ে দিয়েছেন, বিসিবি যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সে কারণে এই বোর্ড পরিচালিত হবে আইসিসির নিয়মনীতি অনুযায়ী। তবে তিনি জানিয়েছেন বোর্ডের শীর্ষ কর্তা বা সভাপতি অনুপস্থিত থাকলে বিসিবির কার্যক্রম পরিচালনার জন্য একজন সভাপতি দরকার। সেক্ষেত্রে বোর্ড সভাপতি পদত্যাগ করলে একজন অন্তবর্তীকালীন সভাপতি নিয়োগ দেয়া যায় কি না। আইসিসির সাথে কথা বলে তা খুঁটিয়ে দেখার পরামর্শও বোর্ডকে দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারের পতনের পর থেকে বিসিবিতে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও আওয়ামী লীগের সাংসদ নাজমুল হাসান পাপন বোর্ডে আসছেন না। শোনা যাচ্ছে, তিনি দেশের বাইরে চলে গেছেন। কাজেই বিসিবির কাজ পরিচালনার জন্য তার জায়গায় একজন সভাপতি নিয়োগও জরুরি হয়ে পড়েছে। সেক্ষেত্রে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পরিবর্তে অন্তবর্তীকালীন সময়ে একজন বোর্ড প্রধান নিয়োগের সম্ভাবনা প্রচুর। তিনি কী বিসিবির অবশিষ্ট পরিচালকদের মধ্য থেকে একজন হবেন নাকি অন্তবর্তীকালিন সরকার মনোনীত কেউ হবেন তা নির্ভর করছে আইসিসির নিয়ম ও নীতি অনুযায়ী। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যেহেতু বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিসিবির বিষয়ে সিদ্ধান্ত আমরা দিতে পারবো না। আমরা শুধু কিছু সাজেশন দিতে পারবো বা নিতে পারবো। বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটি ফেডারেশনের কাজ চালাতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে চালাতে হয়। সভাপতির মত গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন, তিনি অনুপস্থিত। কিন্তু বিসিবির মত একটি অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি, যারা বিসিবির পরিচালক আছেন, তারা এ বিষয়ে কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এ বিষয়টি সমাধান করা যায় এবং অন্তবর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, এ বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে এবং আমরা প্রক্রিয়াটা চালু রাখবো। গতকাল বিসিবির সাতজন পরিচালক এই সভায় উপস্থিত ছিলেন। তারা হলেন মাহবুব আনাম, জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, এনাম আহমেদ, ইফতেখার আহমেদ মিঠু এবং বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। আকরাম খান জানান যেহেতু বিসিবি আইসিরি নির্দেশনায় চলে সেহেতু সে হিসেবেই আমাদের চলতে হবে। ক্রীড়া উপদেষ্টাও সে কথাই বলেছেন। তবে যেহেতু নারী বিশ্বকাপ সহ বেশ কিছু সিরিজ রয়েছে সেগুলো কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে ভাবতে বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআক্ষেপ নিয়েই ক্যারিয়ার শেষ ব্রাজিল তারকা মার্তার
পরবর্তী নিবন্ধমৌসুমীর নামে গ্রেপ্তারি পরোয়ানা, যা বললেন ওমর সানী