ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। অগাস্টের সেরার লড়াইয়ে ভারতীয় পেসারের সঙ্গী আরও দুই পেসার– নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস। গত মাসের সেরার লড়াইয়ে মনোনীত পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম সোমবার প্রকাশ করে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের কিপার–ব্যাটার মুনিবা আলি, আয়ারল্যান্ডের অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট ও নেদারল্যান্ডসের পেসার আইরিস স্ফিলিং।
মোহাম্মেদ সিরাজ ইংল্যান্ডের বিপক্ষে গত মাসে শেষ হওয়া ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক ছিলেন সিরাজ। ম্যাচের শেষ দিন সকালে ৩টি উইকেট নিয়ে দলের ৬ রানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।