ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) এর চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) কর্তৃক আয়োজিত কর্পোরেট গভর্ন্যান্স অফ ব্যাংকস অ্যান্ড স্টেবিলিটি অফ ফিনান্সিয়াল মার্কেটস রিফর্ম এজেন্ডা বিষয়ক সিপিডি অনুষ্ঠান গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সেশন চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম এফসিএমএ। রিসোর্স পার্সন ছিলেন আইসিএমএবি এর কাউন্সিল সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ। তার উপস্থাপনায়, তিনি ব্যাংকিং খাতে কর্পোরেট গভর্ন্যান্স উন্নয়নের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের উপর আলোকপাত করেন, যা বিনিয়োগকারীদের আস্থার স্থায়িত্ব এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতের অপরিহার্য। তার পেপারটিতে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সার্বিক পর্যালোচনা, বর্তমান আর্থিক বাজারের অবস্থা, ব্যাংকগুলোর কর্পোরেট গভর্ন্যান্সের চর্চা এবং গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ককে শক্তিশালী করার জন্য বিস্তারিত সংস্কার এজেন্ডা অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলের চেয়ারম্যান প্রদীপ পাল এফসিএ, এফসিএমএ। সিবিসির সিপিডি ট্রেনিং এন্ড ওয়ার্কসপ কমিটির চেয়ারম্যান শোভিত বিকাশ বড়ুয়া, এফসিএমএ আগত অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের গতিশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা উন্নত করতে কর্পোরেট গভর্ন্যান্সের গুরুত্ব তুলে ধরেন। তিনি রিসোর্স পার্সনের উপস্থাপনার মূল দিকগুলো বিশদভাবে আলোচনা করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সিবিসির সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম মৈশান এফসিএমএ এবং সমাপনী বক্তব্য রাখেন সিবিসির ট্রেজারার মো. রেজওয়ান হাসান এফসিএমএ। প্রেস বিজ্ঞপ্তি।











