‘দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’ (আইসিএবি) এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি (সিআরসি) আয়োজিত সিএ অ্যালামনাই ফুটসাল টুর্নামেন্ট গত ১৯ সেপ্টেম্বর বায়েজিদের অক্সিজেন স্পোর্টস জোনে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১২টি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম অংশ নেয়। সকালে অংশগ্রহণকারী দলগুলোর মার্চপাস্টের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কনভেনার ও আইসিএবির পাস্ট ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ। প্রতিযোগিতার ফাইনালে ‘রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’ ১–০ গোলের ব্যবধানে ‘শফিক বসাক এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’–কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবির পাস্ট প্রেসিডেন্ট শওকত হোসাইন এফসিএ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান এফসিএ, কাউন্সিল মেম্বার জহিরুল ইসলাম এফসিএ, পাস্ট ভাইস প্রেসিডেন্ট মোদাচ্ছের আহমেদ সিদ্দিকী এফসিএ এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্যবৃন্দ। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার তুলে দেন। ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোর্শেদ জাহান, সেরা গোলরক্ষক হন মিল্টন সেন এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কৃত হন হাসান মুরাদ এফসিএ ও রবিউল হাসান।












