আইসিইউ’র জন্য হাহাকার এবার কমবে

চমেক হাসপাতালে যুক্ত হচ্ছে আরো ৩০টি আইসিইউ বেড কাল উদ্বোধন করবেন স্বাস্থমন্ত্রী ডা.সামন্ত লাল সেন

জাহেদুল কবির | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

অন্তিম মুহূর্তে মৃত্যুপথযাত্রী রোগীদের শেষ ভরসাস্থল নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। যেখানে অত্যাধুনিক শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেয়া হয়। তবে চট্টগ্রাম নগরীতে সরকারি পর্যায়ে রোগীর তুলনায় আইসিইউ বেডের সংখ্যা একেবারে অপ্রতুল। বেসরকারি পর্যায়ে বিভিন্ন হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসা ব্যয় বেশি বলে গরীব ও সাধারণ রোগীরা সেখানে চিকিৎসা নিতে পারেন না। ফলে শেষ মুহূর্তে স্বজনদের চোখের সামনে অনেক রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অবশেষে সরকারি হাসপাতালের আইসিইউ সংকট কিছুটা ঘুচবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নব নির্মিত আইসিইউ ও আইসোলেশন ওয়ার্ডে যুক্ত হচ্ছে আরো ৩০টি আইসিইউ বেড। আগের ২০টির সাথে এখন মোট আইসিইউ বেডের সংখ্যা দাঁড়ালো ৫০টি। যদিও এডিবির প্রকল্পটি ছিল ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড ও ১০ বেডের আইসিইউ। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে রোগীদের চাহিদা বিবেচনায় চমেক হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ বেড বাড়ানো সিদ্ধান্ত নেয়। এছাড়া আইসোলেশন ওয়ার্ডের ভিতরে আলট্রাসনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরে এবং বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার ল্যাবের ব্যবস্থাও রাখা হয়েছে।

চমেক হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলে জানা গেছে, সড়ক দুর্ঘটনা কিংবা মাথায়

আঘাতপ্রাপ্ত রোগীদের জরুরি ভিত্তিতে আইসিইউ সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আইসিইউ বেডের সংকটের কারণে ওইসব রোগীদের সঠিক সময়ে অস্ত্রোপচারও করা সম্ভব হতো না। দুর্র্ঘটনার রোগী ছাড়াও নিউরোসার্জারি, গাইনোকোলোজি, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নেফ্রোলজি, মেডিসিন বিভাগ থেকে প্রচুর পরিমাণ ক্রিটিক্যাল রোগীকে আইসিইউ’তে রেফার করেন চিকিৎসক। এখন আইসিইউ বেড বৃদ্ধি হওয়ায় আইসিইউ সংকট কিছুটা হলেও ঘুচবে। তবে এখনো এটি পর্যাপ্ত বলা যাবে না।

পটিয়া থেকে আসা ইমরান হোসেন নামের এক রোগীর স্বজন বলেন, চমেক হাসপাতালের আইসিইউ বেড যেন সোনার হরিণ। বেড সংকটের কারণে আইসিইউ’তে কখন একটা রোগী মারা যায়, সেদিকে তাকিয়ে থাকে অনেক রোগীর স্বজনেরা। তবে এখন আইসিইউ বেড বাড়ার কারণে সেই পরিস্থিতি অনেকটা উন্নতি হবে।

গতকাল দুপুরে চমেক হাসপাতালের নিচ তলায় আগের মানসিক ওয়ার্ডে নতুন আইসিইউ ওয়ার্ড ঘুরে দেখা গেছে, আইসিইউ বেডের সাথে ভ্যান্টিলেটর মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনে টেকনিশয়ানরা ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আইসিইউ ও আইসোলেশন ওয়ার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান দৈনিক আজাদীকে বলেন, আইসিইউ ওয়ার্ডটিতে অবকাঠামোগত কাজ ও আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ। এখন যন্ত্রপাতিগুলো স্থাপনে আইসিইউ ও আইসোলেশন ওয়ার্ডটি চালু হলে আইসিইউ সংকট কিছুটা হলেও কাটবে। তবে আমাদের আরো আইসিইউ বেড স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমরা দেখেছি, আমাদের হাসপাতালে আইসিইউ বেডের জন্য রোগীর স্বজনরা কেমন হাহাকার করতেন।

পূর্ববর্তী নিবন্ধবিপদের মুহূর্তে নির্ভরতার প্রতীক ৯৯৯
পরবর্তী নিবন্ধদৃষ্টি কাড়ছে রঙিন ফুলকপি