প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিলো পাকিস্তান। বাবর আজমদের করা ১৮২ রান তাড়া করে জিতেছিলো আইরিশরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের আসল রূপ দেখলো পল স্টার্লিংয়ের দল। ১৯৩ রান করেও পারলো না তারা। উল্টো ১৯ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল।