আইপিএল নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

সৌদি আরবের জেদ্দায় হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। আগামী ২৪ ও ২৫ নভেম্বর খেলোয়াড়দের দলে টানবে ১০ ফ্র্যাঞ্চাইজি। এজন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন, এর মধ্যে ১১৬৫ জন ভারতীয়, বাকি ৪০৯ জন বিদেশি। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। দক্ষিণ আফ্রিকা থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছে। সংখ্যাটা ৯১ জন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের ৭৬ জন ক্রিকেটার নিলামে নাম লিখেছে। ৫২ জন ক্রিকেটার ইংল্যান্ড থেকে। নিউজিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, আফগানিস্তান ও শ্রীলংকার ২৯ জন করে। বাংলাদেশের ১৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন। যুক্তরাষ্ট্র থেকে ১০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আয়ারল্যান্ডের ৯ জন, জিম্বাবুয়ের ৮ জন, কানাডার ৪ জন, স্কটল্যান্ডের ২ জন, আরব আমিরাত ও ইতালির ১ জন করে ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশ থেকে ১৩ ক্রিকেটারের মধ্যে শহীদুল ইসলাম খুব একটা পরিচিত মুখ নন। জানা গেছে আইপিএলের নিলামের জন্য বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, তাসকিন ও সাকিব ছাড়া বাকি ১০ জনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের, ২ কোটি রুপি। অন্যদিকে সাকিব ও তাসকিনের ভিত্তিমূল্য এক কোটি রুপি। সাকিব, মোস্তাফিজ ও লিটন আইপিএলে আগেও খেলেছেন। বাকি ১০ ক্রিকেটারের মধ্যে কেউ দল পেলে সেটি হবে তার প্রথম আইপিএল। শহীদুল ছাড়া নিবন্ধনকৃত সব ক্রিকেটারই জাতীয় দলে বর্তমানে বিভিন্ন সংস্করণে খেলছেন। ২৯ বছর বয়সী শহীদুল বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও নিলামের সংক্ষিপ্ত তালিকা আরও ছোট করবে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ১৩ ক্রিকেটারের কতজন থাকেন, সেটাই দেখার। কয়েকদিনের মধ্যেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএলের আয়োজকদের। প্রসঙ্গত, দশ দল মিলে ৪৬ খেলোয়াড় রিটেনশন করেছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়তে পারবে। সবমিলিয়ে ২০৪ জন খেলোয়াড়কে নিলাম থেকে নেওয়া হবে। ফলে ১ হাজার ৫৭৪ জনের তালিকা কাটছাঁট করে আরও ছোট করা হবে। এবার ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল গত ৩১ অক্টোবর। সর্বোচ্চ ২৩ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার কিপারব্যাটসম্যান হাইনরিখ ক্লসেনকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে ভিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নিকোলাস পুরানকে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্সের গতবারের শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারসহ, রিশাভ পান্ত, লোকেশ রাহুল, ইশান কিষান, গ্লেন ম্যাঙওয়েল, ডেভিড ওয়ার্নার, ফাফ দু প্লেসি, জস বাটলার, মিচেল স্টার্ক, ডেভিড মিলারের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা উঠতে পারেন নিলামে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগের সুপার থ্রি পর্ব আজ শুরু
পরবর্তী নিবন্ধসাফজয়ীদের জন্য বাফুফের পুরস্কার ঘোষণা শনিবার