আইপিএল স্থগিত হওয়ার পর ভারতীয় বোর্ডকে সামলাতে হচ্ছে নানান ঝামেলা। সমালোচনাও শুনতে হচ্ছে তাদের। এই সবকিছুর মধ্যেও একটি জায়গায় অটল সৌরভ গাঙ্গুলি। ভারতের ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জোর দিয়েই বলছেন, ভারতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত ঠিকই ছিল। কোভিড মহামারীর মধ্যে ভারতে আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিতই। তবে এক সাক্ষাৎকারে সৌরভের দাবি, তাদের সিদ্ধান্তে ভুল ছিল না। বলেন, ‘আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আক্রান্তের সংখ্যা এখনকার কাছাকাছিও ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আমরা সফলভাবে করতে পেরেছিলাম।’ ‘(আরব আমিরাতে আয়োজন নিয়ে) আলোচনা হয়েছিল তবে ফেব্রুয়ারিতে ভারতের কোভিড পরিস্থিতি তেমন কিছু ছিল না। গত তিন সপ্তাহে এই হার আকাশ ছুঁয়েছে, এর আগে কিছুই ছিল না। আরব আমিরাতে করা নিয়ে আলোচনা হয়েছিল আমাদের, পরে ভারতেই করার সিদ্ধান্ত নেই।’ আইপিএল চলাকালীন সুরক্ষা বলয় কতটা সুরক্ষিত ছিল, সেই প্রশ্ন উঠছে জোরালোভাবে। সৌরভ অবশ্য সংশয় উড়িয়ে দিলেন। ‘আমার তা মোটেও মনে হয় না (সুরক্ষা বলয়ে ফাঁক ছিল)। আমরা যতদূর জানতে পেরেছি, সুরক্ষা-বলয় ভাঙার কোনো ঘটনা ঘটেনি। কীভাবে এতজন আক্রান্ত হলো, বলা কঠিন। পাশাপাশি, এই দেশে কীভাবে এত এত লোক আক্রান্ত হচ্ছে, সেটাও বলা কঠিন।’ সংযুক্ত আরব আমিরাতে সফলভাবে শেষ হওয়া মৌসুমে সুরক্ষা-বলয়ের দায়িত্ব ছিল যুক্তরাজ্য-ভিত্তিক একটি কোম্পানির। এবার তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। মূলত ভারতীয় বোর্ডই ছিল সুরক্ষা-বলয় দেখভালের দায়িত্বে। তবে এখানেও কোনো গাফিলতি হয়নি বলেই দাবি সৌরভের।
সৌরভ জানালেন, স্থগিত আইপিএল নতুন করে শুরুর সম্ভাব্য সময় বা ভেন্যু, কিছু নিয়েই তারা এখনও ভাবতে শুরু করেননি। তবে তিনি এখনও আশাবাদী। স্থগিত হওয়ার আগে চলতি আসরের ২৯টি ম্যাচ মাঠে গড়িয়েছে।
বাকি আছে ৩১টি ম্যাচ। বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য এখন ‘ভালো’ সময়ের অপেক্ষা করছেন বলে জানান সৌরভ। তিনি বলেন, ‘আইপিএল পুনরায় শুরু করার সুযোগ এখনো আছে। যদি পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে বছরের কোনও না কোনও সময় বাকি ম্যাচগুলো আয়োজন করার চেষ্টা করবো। আমরা সেই ভালো সময়ের অপেক্ষায় আছি।’