আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক ফাফ ডু-প্লেসিস

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের সহঅধিনায়ক হলেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিস। ভারতের অক্ষর প্যাটেলের ডেপুটি হিসেবে কাজ করবেন তিনি। আইপিএলের সর্বশেষ তিন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডুপ্লেসিস। আসন্ন মৌসুমের জন্য ডুপ্লেসিসকে ছেড়ে দেয় ব্যাঙ্গালুরু। গেল বছর অনুষ্ঠিত নিলাম থেকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে ডুপ্লেসিসকে দলে ভেড়ায় দিল্লি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ নিজেদের ভেরিফাইড পেইজে এক ভিডিওতে ডু প্লেসিসের সহঅধিনায়ক হবার বিষয়টি নিশ্চিত করে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ঐ ভিডিওতে ফোনে কথা বলার সময় ডুপ্লেসিস বলেন, ‘আমি দিল্লি ক্যাপিটালসের সহঅধিনায়ক হয়েছি এবং আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। দিল্লি দারুণ, দলের ছেলেরা অসাধারণ, সত্যিই ভালো লাগছে এবং আমি সম্পূর্ণ প্রস্তুত। ২০১২ সালে আইপিএলে প্রথম খেলতে নামেন ডুপ্লেসিস। ২০১৫ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি। এরপর রাইজিং পুনে দলে যোগ দেন এই ডানহাতি ব্যাটার। পরবর্তীতে চেন্নাইয়ের হয়ে খেলে ২০২১ সালে ব্যাঙ্গালুরুতে যোগ দেন ডুপ্লেসিস। বিরাট কোহলি সরে যাওয়ায় ঐ তিন মৌসুমে দায়িত্ব পালন করেন তিনি। তার অধীনে ২০২২ ও ২০২৪ সালে প্লেঅফে খেলেছিল ব্যাঙ্গালুরু। সব মিলিয়ে আইপিএলে ১৪৫ ম্যাচে ৪৫৭১ রান করেছেন ডুপ্লেসিস।

পূর্ববর্তী নিবন্ধ৮ নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী
পরবর্তী নিবন্ধইন্ডিয়ান ওয়েলস শিরোপা জিতে নতুন কীর্তি আন্দ্রিভার