আইপিএলে ক্যারিয়ার সেরা বোলিং মোস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৪:৪২ পূর্বাহ্ণ

আইপিএলের এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। এবারের আসরে মোস্তাফিজ খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে। গতকাল আসরের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল চেন্নাই। নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের একাদশে মোস্তাফিজকে নিয়ে মাঠে নামে চেন্নাই।

নতুন দলের হয়ে প্রথম ম্যাচেই বল হাতে আগুন ঝরালেন মোস্তাফিজ। তার কাটারে কুপোকাত ব্যাঙ্গালুরুর বাঘা বাঘা ব্যাটাররা। ইনিংসের পঞ্চম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক ঋুতুরাজ। প্রথম বলে কোন রান দেননি মোস্তাফিজ। দ্বিতীয় বলে চার মারেন ব্যাঙ্গালুরু ব্যাটার ফাফ ডু প্লেসিস। তৃতীয় বলেই ফেরান সেই ডু প্লেসিসকে। চতুর্থ এবং পঞ্চম বলে কোন রান দেননি মোস্তাফিজ। ওভারের শেষ বলে আবার উইকেট। এবার তার শিকার রজত পাতিদার। তাকে রানের খাতাও খুলতে দেননি মোস্তাফিজ। ১২ তম ওভারে আবার মোস্তাফিজকে বোলিংয়ে আনেন চেন্নাই অধিনায়ক। এবার আরো আগুন ঝরানো বোলিং মোস্তাফিজের। এই ওভারের প্রথম বলে এক রান দিলেও দ্বিতীয় বলে তুলে নেন বিরাট কোহলির উইকেট। মিড উইকেটে রবীন্দ্র ক্যাচ নেন কোহলির। তৃতীয় বলে দেন এক রান। চতুর্থ বলে আবার উইকেট। এবার তার শিকার ক্যামেরন গ্রিন। মোস্তাফিজের কাটারে স্টাম্প উড়ে যায় গ্রিনের। পঞ্চম বলে কোন রান দেননি মোস্তাফিজ। ষষ্ট বলে দিয়েছেন এক রান। দুই ওভার বল করে মাত্র ৭ রানে নিয়েছেন ৪ উইকেট। আর তাতেই আইপিএলে নিজের সেরা বোলিংটা করে ফেলেন কাটার মাস্টার।

এর আগে ২০১৬ সালে ১৬ রানে ৩ উইকেট ছিল এতদিন তার আইপিএলের সেরা বোলিং। যা টপকে গেলেন মোস্তাফিজ গতকাল। ইনিংসের ১৭ তম এবং নিজের তৃতীয় ওভারে বল করতে এসে দিয়েছেন ৭ রান। আর তাতে তিন ওভার শেষে মোস্তাফিজের বোলিং ফিগার দাড়ায় ১৪ রানে ৪ উইকেট। নিজের শেষ ওভারের চতুর্থ বলে রাওয়াত ক্যাচটি না ফেললে ৫ উইকেট হয়ে যেতে পারতো মোস্তাফিজের। তবে শেষ ওভারে ১৬ রান দিয়েছেন মোস্তাফিজ। যাতে তার বোলিং ফিগার গিয়ে দাড়ায় ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট। যা আইপিএলে তার ক্যারিয়ার সেরা বোলিং।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া পৌরসভা বাস্তবায়ন কবে
পরবর্তী নিবন্ধপ্রথম দিনেই চাপে বাংলাদেশ