আইন হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি

বিজিসি ট্রাস্ট ভার্সিটির ট্রেনিং প্রোগ্রামে বক্তব্য

| বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

 

 

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘ট্রায়াল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন স্কিল’ শীর্ষক টেনিং প্রোগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা আল আমিনের সভাপতিত্বে গতকাল বুধবার আইকিউএসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম. আবু নোমান। মুখ্য আলোচক ছিলেন কঙবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী। বক্তব্য রাখেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক নাজনীন আক্তার।

প্রধান অতিথি বলেন. আইন হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি। আইনের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণ পরিচালিত হয়। আইনের সেবক হচ্ছে আইনজীবী তথা আইন বিশারদগণ। আইনের সেবক হিসেবে জনগণকে সেবা দিতে হলে আইন সম্বন্ধে অনেক বেশি জানতে হবে।

মুখ্য আলোচক আলমগীর মুহাম্মদ ফারুকী বলেন, একজন আইনজীবীর আইনের ধারা ও রেফারেন্স সঠিক উপস্থাপন একজন বিচারকের রায় প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক সিদরাতুল মুনতাহা তৃনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনন্দনকাননে আত্মসাতের ১৫ লাখ টাকার পণ্য উদ্ধার