বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ফেয়ারওয়েল ও রিসেপশান প্রোগ্রাম গতকাল শনিবার ইউনিভার্সিটির বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বোর্ডের সদস্য আফরিন আহমদ হাসনাইন, চবি আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর এ বি এম আবু নোমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ন বৈদ্য, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, আইন বিভাগের শিক্ষক নাজনিন আকতার, এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথ, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী। আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন, রাফসানুর রহমান রাকিব ও সুরাইয়া আকলিমা তাসপি।
প্রধান অতিথি বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আপনার যারা নিজেদের আইন পেশায় একজন সেবক হিসেবে তৈরি করার লক্ষ্যে আইন বিষয়ে অধ্যয়ন করছেন তাদের নিজেদের একজন মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে। রাষ্ট্রের জনগণ যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আইন লঙ্ঘনের ভূমিকা থেকে যাতে বেরিয়ে আসতে পারে সে লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। জনগণ রাষ্ট্র, ধর্ম, প্রতিষ্ঠান প্রতিটি বিষয় আইনের মাধ্যমে পরিচালিত হয় এবং সেই আইনগুলো বিচার ব্যবস্থার কিভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় সে ক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে আপনাকে সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে।
দেশ গঠনে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনের ছাত্র-ছাত্রীদের অনেক বেশি ভূমিকা রাখতে হবে।
উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, পিছিয়ে পড়া পল্লী অঞ্চলের মানুষদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূইয়া বলেন, আইনজীবী হিসেবে শুধু বিচারিক আদালতে নয়, আইনকে পেশা হিসেবে নেয়ার জন্য বিভিন্ন কর্মক্ষেত্র আপনাদের জন্য তৈরি আছে। প্রেস বিজ্ঞপ্তি।