আইনজীবী হত্যার বিচার দাবিতে বিভিন্নস্থানে বিক্ষোভ সমাবেশ

| বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারী : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও আদালতের মসজিদ ভাংচুরের সঙ্গে জড়িত ইসকনের কর্মীসমর্থকদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মীসমর্থকরা সন্ত্রাসী আক্রমণ চালিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু তাই নয় তারা আদালত ভবনের মসজিদে ভাংচুর চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে। আওয়ামী মদদপুষ্ট ইসকনের উসকানিতে এই ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মীসমর্থকদের দ্রুত গ্রেপ্তার করে শহীদ আলিফ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে।

এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা জাফর আহমদ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা মাহমুদ হুসাইন, মাওলানা শফিউল আলম, সহদফতর সম্পাদক মাওলানা নিজাম সাইয়্যিদ।

এদিকে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা ও আদালতের মসজিদ ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন হাটহাজারী ওলামা পরিষদ। গতকাল বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি আল্লামা মুফতী জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ। বিবৃতিতে তারা বলেন, আদালতের বিচারাধীন একটি বিষয়কে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জনসম্মুখে নির্মমভাবে হত্যা ও আদালত ভবনের মসজিদে ভাংচুরের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পটিয়া : চট্টগ্রামে মসজিদ ভাংচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পটিয়া ডাকবাংলো মোড় থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া প্রেসক্লাব সম্মুখে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসাইন রব্বানী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা মো. ইমতিয়াজ, মাওলানা বেলাল উদ্দিন রশিদাবাদী, মাওলানা ইব্রাহিম, মাওলানা আজগর হোসেন, মাওলনা হাফেজ নাছির উদ্দিন, মাওলানা নুরুল আলম চৌধুরী, মাওলানা ফোরকান, মাওলানা সাইফুল ইসলাম দৌলতপুরী, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

এতে বক্তারা বলেন, ইসকান একটি সন্ত্রাসী সংগঠন, এ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এ দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামবে হেফাজত ইসলাম।

আনোয়ারা : এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধ করার দাবিতে আনোয়ারায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কালাবিবির দিঘির মোড়, পরৈকোড়া সত্তারহাট, হাইলধর মালঘর বাজারসহ বিভিন্নস্থানে দেশপ্রেমিক মুসলিম জনতার ব্যানারে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে এলাকার সর্বস্তরের নানান পেশার মানুষ অংশ নেন। আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ইসকন নিষিদ্ধের দাবিতে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি মিছিল হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে আইনজীবী আলিফের হত্যাকারীদের গ্রেফতার দাবি
পরবর্তী নিবন্ধসিএসইতে কমোডিটি ডেরিভেটিভস সার্টিফিকেট ট্রেনিং কোর্স শুরু