আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ ও উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। এসময় তাদের হাতে ভারতীয় আধিপত্যবাদ ও উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মকাণ্ড বিরোধী ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক ও আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবসংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

বাম গণতান্ত্রিক জোট : আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল নগরীতে সমাবেশমিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে নগরীর সিনেমা প্যালেস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অশোক সাহা, বাসদ জেলা কমিটির ইনচার্জ আল কাদেরি জয়। সমাবেশে নেতৃবন্দ বলেন, চট্টগ্রাম আদালতে সংঘটিত সংঘর্ষের ঘটনার সূত্র ধরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। একইসাথে এ হত্যাকান্ডের সমস্ত দিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা ও দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানায়।

সিআইইউ শিক্ষার্থী : অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যার বিচার এবং আইনজীবীদের সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইন বিভাগের প্রভাষক নাঈম আহসান তালহা, ব্যবসা অনুষদের সহকারী অধ্যাপক সাঈদ আহসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শেখ আবদুল্লাহ্‌ ইয়াছিন, মাহমুদুল হাসান, সাদেল চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুমিনুল ইসলাম, হোসাইন মাসুম, রিয়াজুল করিম, ইনজামামুল হক, সামি এবং সাকিফা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জামালখান মোড় হয়ে চেরাগি পাহাড় মোড়ে ইসকনের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতীকি অবস্থান নেন। এরপর ক্যাম্পাস চত্বরে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এ সময় বক্তারা বলেন, অ্যাডভোকেট আলিফের মতো সাহসী আইনজীবীদের হত্যার ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সরকারকে অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এটি শুধু আইনজীবীদের সুরক্ষা নয়, দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পাহাড়িকা বাস উল্টে আহত ২২