আইনজীবী সমিতির এক সদস্য বহিষ্কার

ফেসবুকে স্ট্যাটাস

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

ফেসবুকে আইনজীবী ও আইনজীবী সমিতি নিয়ে কটাক্ষ এবং কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে এমন অভিযোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে হাসনা হেনা নামের একজন আইনজীবীকে। তিনি সমিতির সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। গতকাল সমিতির সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন। তিনি বলেন, সমিতির সদস্য, এমনকি সমিতিকে নিয়েও হাসনা হেনা কটাক্ষ করেছেন, কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। কেন এমন কাজ করেছেন তা জানতে তাকে শোকজ করা হয়েছিল। কিন্তু তিনি শোকজের জবাব দেননি। এরই ধারাবাহিকতায় আমরা বিষয়টি সাধারণ সভায় নিয়ে আলাপ আলোচনা করেছি এবং বহিষ্কার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। তার চেম্বার বরাদ্দও বাতিল করা হবে। এছাড়া, তার সনদ বাতিলের জন্য বার কাউন্সিল বরাবর সুপারিশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিএনপি নেতার দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার